সাবেক তিন ইসির বিরুদ্ধে মামলায় যুক্ত হলো রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আপডেট: June 26, 2025 |
inbound6266410075157232306
print news

বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করেছে পুলিশ। মামলাটি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। আসামির তালিকায় রয়েছেন তিন মেয়াদের সিইসি, তাদের অধীনের নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাসহ মোট ২৪ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার একটি আদালত শেরেবাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১২০(ক), ৪২০ ও ৪০৬ ধারা মামলায় যুক্ত করার অনুমতি দেন।

মামলার বাদী বিএনপি নেতা সালাহ উদ্দিন খান অভিযোগ করেন, নির্বাচনে ভয়ভীতি, গুম, হত্যা ও গ্রেপ্তারের মাধ্যমে ভোটারদের বাধাগ্রস্ত করা হয়েছে। তদন্তে ব্যালট, সাক্ষ্য ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভোট জালিয়াতির প্রমাণ উঠে আসবে বলেও দাবি করেন তিনি।

এর আগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। আদালতে তাদের রিমান্ডও মঞ্জুর হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দলটি। এসব নির্বাচনেই আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় ছিল। তিনটি নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে হাইকোর্টের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পথও তৈরি হয়।

Share Now

এই বিভাগের আরও খবর