মব দিয়ে জুতার মালা কিন্তু ‘ফেরত আসবে’: সাকি

আপডেট: June 28, 2025 |
inbound7846195707636685012
print news

 

কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর মতো ‘মব স্টাইল’ অপমানের সংস্কৃতি একদিন ফিরে আসবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “মব আক্রমণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। অথচ সরকারি ভাষ্যে একে বলা হচ্ছে প্রেশার গ্রুপ। কিন্তু প্রেশার গ্রুপ মানে কি বাড়িতে গিয়ে হামলা করা? সভা-সমাবেশের জায়গা তো আছে।”

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে গ্রেপ্তারের আগে তাকে হেনস্তার প্রসঙ্গ টেনে সাকি বলেন, “সরকার কি তবে নিজেরাই এই হামলাগুলো উসকে দিচ্ছে? আগে ‘খলনায়ক’ বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হয়, তারপর গ্রেপ্তার। এটা তো পুরোনো কৌশল।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের জবাবদিহিতা চেয়ে বহুবার দাবি উঠেছে। বিচার করতে হলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তা হতে হবে। কিন্তু কোনো অপরাধীকেও গলায় জুতার মালা পরিয়ে অপমান করা চলে না। এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে সাকি বলেন, “বন্দরের ওপর দেশের সার্বভৌম কর্তৃত্ব থাকতে হবে। উন্নয়ন হতে পারে, তবে তা হতে হবে স্বচ্ছভাবে।”

Share Now

এই বিভাগের আরও খবর