বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু

আপডেট: June 28, 2025 |
inbound2717773369079292231
print news

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে। এ সময় তিনি তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।

শনিবার সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরির সুযোগ দেওয়া হবে। আগের মতো রাজনীতি করলে আর চলবে না।

দেশের মানুষের মনমানসিকতা বদলে গেছে, তাই রাজনীতি ও ব্যবসাকে ফ্যাসিস্ট প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে দেশের অর্থনীতির সৃজনশীলতা ধ্বংস করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ শুরু করবে। কৃষিতে বিনিয়োগে আগ্রহীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হবে এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ানো হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি রিয়াসদ আজিম এবং কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক। এ ছাড়া বক্তব্য দেন এম এ মালেক, আবুল কাহের চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী ও ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর