আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ ট্রাইব্যুনালে জমা হয়নি


জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়নি।
রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ জমা দেওয়ার কথা ছিল। কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সরকারি কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সাড়ে ১০টার দিকে এক বার্তায় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম লেখেন, ‘চিফ প্রসিকিউটর স্যার সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আজ আবু সাঈদ মামলার ফরমাল চার্জ জমা দেওয়া হচ্ছে না।’
এর আগে গত ২৪ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরীসহ মোট ৩০ জনকে আসামি করা হয়।
সূত্র: প্রথম আলো