বগুড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ৭ বছরের শিশুর মৃত্যু

আপডেট: June 29, 2025 |
inbound4617769694311625952
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোত্তাসিন বিল্লাহ(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

২৯ জুন (রোববার) দুপুর আনুমানিক একটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোত্তাসিন বিল্লাহ শাজাহানপুর উপজেলায় আশেকপুর ইউনিয়নে মোঃ শাহজাহান আলী ছেলে।

জানা গেছে, রোববার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্হানীয় নজরুল ইসলামের পুকুরে গোসল করছিল শিশু মোত্তাসিন।

গোসল শেষে,অন্য শিশুর বাড়ি ফিরলেও মোত্তাসিন বিল্লাহ ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করেন।

পরে স্হানীয়দের সহায়তায় পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে মোত্তাসিন বিল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত মোত্তাসিন বিল্লাহ এর বাবার দেওয়া সংবসদের ভিত্তিতে শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম শফিক এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর