ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ

আপডেট: June 30, 2025 |
inbound5665896813820430108
print news

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিংয়ের সময় গুলিভর্তি একটি ম্যাগাজিন পাওয়া যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ভুলবশত ঘটে গেছে।

রোববার (২৯ জুন) সকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে তাঁর ভোরে ফ্লাইট ছিল।

ভোরে তাড়াহুড়ো করে প্যাকিংয়ের সময় একটি অস্ত্রসহ ম্যাগাজিন বাসায় রেখেছিলেন, তবে ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়।

আসিফ মাহমুদ লিখেছেন, “স্ক্যানিংয়ে সেটি ধরা পড়লে আমি সঙ্গে সঙ্গে প্রটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি দিয়ে দিই। ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল।”

তিনি আরও বলেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্সপ্রাপ্ত বৈধ অস্ত্র রয়েছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেয়ার কারণে আমার ওপর একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। ফলে সরকারি নিরাপত্তা না থাকলে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সধারী অস্ত্র রাখা খুব স্বাভাবিক।”

আসিফ মাহমুদ আরও বলেন, “শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করতাম? যদি আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে কোনো অবৈধ কিছু নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা হতেই পারে।”

এ সময় তিনি সংবাদমাধ্যমে খবর সরানোর জন্য চাপ দেয়ার অভিযোগও অস্বীকার করেন। বলেন, “এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনার পর টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। একজন নাগরিক হিসেবে যার নিরাপত্তা ঝুঁকি আছে, তিনিও আইনি প্রক্রিয়া মেনে অস্ত্রের লাইসেন্স করতে পারেন।”

Share Now

এই বিভাগের আরও খবর