বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: জাবি অধ্যাপক

আপডেট: July 1, 2025 |
inbound5732872552645563736
print news

আমিনা হোসাইন বুশরা,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী। অনুমতি ছাড়া ফ্যাসিবাদের পতন দিবস উদযাপন কমিটিতে অন্তর্ভুক্ত করায় তিনি এ মন্তব্য করেন।

গতকাল (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অন্তর্ভুক্ত করা হলে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠেছে।

তারা একটি কমিটিতে অনুমতি ছাড়াই আমার নাম দিয়েছে। আমি এমন দায়িত্বজ্ঞানহীন ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য ইতোমধ্যেই রেজিস্ট্রারকে বলেছি। আশা করি অবলম্বে তারা এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করবে।

জুলাই আন্দোলনের এ অগ্রসৈনিক আরও বলেন, এর আগেও ক্রীড়া বাস্তবায়ন কমিটিতে কোন অনুমতি ছাড়াই আমার নাম দেওয়া হয়েছিল। এ ধরনের কাজ কখনোই সমর্থনযোগ্য নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  এ বি এম আজিজুর রহমান বলেন, এ বিষয়ে নির্দেশনা ছিল সেজন্য উনার নাম দেওয়া হয়েছে।

উনি যেহেতু অভিযোগ তুলেছেন, সেহেতু আলোচনা করে উনার নাম বাদ দেওয়া হবে। অনুমতি ছাড়া নাম দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তো আমি বলতে পারছিনা। ভিসি স্যার মিটিংয়ে আসছেন, পরে কথা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর