গাবতলীর কাগইলে প্রস্তাবিত ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব ও মহাপরিচালক

আপডেট: July 5, 2025 |
inbound7896918683388597882
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা বগুড়ার গাবতলী উপজেলার কাগইলে প্রস্তাবিত ২০ শয্যার হাসপাতালের স্থান ও সম্ভাব্য নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর।

শনিবার (৫ জুলাই) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার কাগইলের প্রস্তাবিত ২০ শয্যার হাসপাতালের স্হান ও সন্ভব্য নির্মাণ কার্যক্রম করেছেন।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহান আল্লাহর কৃপায় দীর্ঘদিনের প্রত্যাশিত হাসপাতালটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

গাবতলীর ১০টি ইউনিয়নের সাধারণ মানুষের জন্য এটি একটি অতি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবামূলক অবকাঠামো হিসেবে বিবেচিত।

Share Now

এই বিভাগের আরও খবর