দেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি

আপডেট: July 8, 2025 |
inbound1388068895251245339
print news

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দীর্ঘদিনের। এ ঘাটতি কমাতে আমাদের ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের দিকে এগোতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি, যা ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে, তাহলে এ শুল্ক প্রযোজ্য হবে না।”

চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দেন, “বাংলাদেশ যদি পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটে, তবে আমরা আরোপিত শুল্কের হার আরও বাড়িয়ে দিতে বাধ্য হবো।”

তিনি বলেন, “এই শুল্ক শুধুই বাণিজ্য ঘাটতির সমাধানের জন্য নয়, এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে আগ্রহী থাকে, তাহলে তাদের নিজেদের শুল্ক ও নীতিগত বাধাগুলো পর্যালোচনা করতে হবে।”

চিঠির শেষে ট্রাম্প লেখেন, “আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বে আগ্রহী। তবে এই শুল্ক নীতি ভবিষ্যতে বাড়তেও পারে, কমতেও পারে—সবকিছু নির্ভর করবে বাংলাদেশের অবস্থানের ওপর।”

এর আগে চলতি বছরের ৯ এপ্রিল বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে সেটি তিন মাসের জন্য স্থগিত করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। এর আগেই ট্রাম্প সরকার নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিল।

Share Now

এই বিভাগের আরও খবর