আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না : খায়রুল বাসার


পুরোনো ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনা সারাদেশে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। জনসমক্ষে ঘটনার ভয়াবহতা, এবং তা ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও হৃদয় কাঁপিয়েছে সবার। সাধারণ মানুষের পাশাপাশি শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের মানুষও মুখ খুলছেন— ব্যক্ত করেছেন ক্ষোভ, হতাশা আর প্রতিবাদ।
এই বর্বরতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ও তীব্র প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন খায়রুল বাসার। এই অভিনেতার ভাষায়, যারা এমন পাশবিকতা চালিয়েছে, তারা মানুষ তো নয়ই, জীবজন্তুকেও হার মানিয়েছে।
যদিও তিনি কোথাও সোহাগ হত্যার কথা সরাসরি লেখেননি, তবে তার পোস্টের ভাষা এবং সময়কাল দেখে নেটিজেনরা ধরে নিয়েছেন, এই ঘটনার প্রতিক্রিয়াতেই এমন মন্তব্য করেছেন তিনি।
পোস্টে খায়রুল বাসার লেখেন, “আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না। যারা জীবজন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের ওছিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।”
পোস্টের শেষাংশে সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “যেখানেই অন্যায়, প্লিজ! আপনারা কথা বলুন, প্লিজ! মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, সাহস দেখান, মানবতা দেখান, আইনের দ্বারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।”
খায়রুল বাসারের এই পোস্টে ইতোমধ্যেই অনেকেই মন্তব্য করছেন এবং একাত্মতা প্রকাশ করছেন। তবে খায়রুল ছাড়াও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।