জয়পুরহাটে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত


জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ১৭০ তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলা হলরুমে এ দিবসটি আয়োজন করে বাংলাদেশ আদিবাসী সংঘ এবং বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনসহ সম্মিলিত আদিবাসী সাংস্কৃতিক পরিষদ।
বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা কার্ত্তিক চন্দ্র সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশেদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ও প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।
বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা6 শাখার সভাপতি রতন কুমার সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।