জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন হামলা, শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন


তানিয়া সাবনাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে বৃহস্পতিবার ক্লাস চলাকালীন সময়ে ছাত্রদলের কিছু কথিত সন্ত্রাসী ঢুকে ১৫-১৬ ব্যাচের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
এ সময় সহকারী প্রোক্টর এম ডি শফিকুল ইসলামসহ দুইজন শিক্ষককেও মারধর করা হয়। হামলাকারীরা শিক্ষার্থীদের উপর ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটির পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে রোববার সকাল থেকে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “ক্লাসের মধ্যে এভাবে হামলা হলে আমরা নিরাপদে লেখাপড়া করব কীভাবে? আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাই।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।