জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: July 17, 2025 |
inbound57726384823655247
print news

জয়পুরহাট প্রতিনিধি: ১লা জুলাই থেকে শুরু হওয়া ‘দেশ গঠনে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির জয়পুরহাট জেলার সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক আশরাফুল ইসলাম, এনসিপির জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, ইসমাইল হোসেন হাদীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর