জয়পুরহাটে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপন

আপডেট: July 19, 2025 |
inbound3520952895086271804
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘এক শহীদ, এক বৃক্ষ’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে জুলাই- আগষ্ট  অভ্যুত্থান ২০২৪ এর ৪জন শহীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের জয়পুরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন  কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

৪ জন শহীদের নামে ৪ টি গাছ রোপন করা হয়। নজিবুল সরকার বিশাল এর নামে  নিম গাছ, রিতা আক্তার এর নামে বকুল গাছ, মেহেদী হাসান এর নামে জলপাই গাছ এবং মিনহাজ হোসেন এর নামে বকুল গাছ রোপন করা হয়েছে।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে ৪জন শহীদ হয়েছেন।

তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে সারা দেশের ন্যায় জেলায় দেশীয়, ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপন করা  হয়েছে।

তিনি বলেন, “প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে।

পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে অভ্যুত্থানের বার্তা পৌঁছে দিবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,  অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন,  সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু,  জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জয়পুরহাট ও সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড়, শহীদ বিশালের মা বুলবুলি খাতুনসহ শগীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর