তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে জয়পুরহাটে জাসাসের মানববন্ধন

আপডেট: July 19, 2025 |
inbound1343005259749522327
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে জয়পুরহাটে মাননবন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা, জাসাস।

শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এম.এ ওহাব, জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল।

‎বক্তারা বলেন, দেশে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সম্প্রতি ঢাকায় ব্যবসায়িক কারণে একজন হত্যার ঘটনার সম্পূর্ণ দায় বিএনপি ও তারেক রহমাননের উপর চাপানো হচ্ছে। তার বিরুদ্ধে অশালীন মন্তব্য ছড়ানো হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।

Share Now

এই বিভাগের আরও খবর