রাণীশংকৈলে গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট: July 21, 2025 |
inbound1836850290021336232
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গাছ থেকে পড়ে রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু আহমেদ বাড়ির পাশে নিজস্ব বাগানে ইউক্যালিপটাস গাছ বাঁধার কাজ করছিলেন।

এ সময় একটি বাঁকা গাছকে সোজা করার উদ্দেশ্যে তিনি গাছে ওঠেন। একপর্যায়ে গাছটির ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান এবং নিচে থাকা একটি কোদালের ওপর আছড়ে পড়েন।

এতে কোদালের লোহার ডাট তার পেটে ঢুকে গুরুতর আহত হন। পরে রাজুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, বিষয়টি শুনেছি তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর