মুটেকে দিয়ে জিনিসপত্র নিয়ে হেঁটে নিজে বাজার করেন কাজী হায়াৎ

আপডেট: July 24, 2025 |
boishakhinews 80
print news

অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ। সারা বাংলাদেশে যাকে এক নামে চেনে, যিনি পর্দাতে যেমন শক্তিমান অভিনেতা; ঠিক পর্দার পেছনেও শক্তিশালী নির্মাতা।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সীমানা পেরিয়ে সিনেমায়ও ছিলেন সহকারী পরিচালক।

১৯৭৯ সালে নির্মাণ করেন তার প্রথম সিনেমা ‘দি ফাদার’। একের পর এক সুপারহিট সিনেমা নির্মাণ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘বীর’ ২০২০ সালে মুক্তি পায়।
১৯৯৪ সালে ‘দেশপ্রেমিক’ ও ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে কাজী হায়াৎ জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৭৩টি পুরস্কার অর্জন করেছেন।
অভিনেতা হিসেবেও কাজী হায়াৎ দুর্দান্ত। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাদামাটা জীবনযাপন করেন। সম্প্রতি একটি ভিডিওতে এই অভিনেতাকে দেখা গেল কারওয়ান বাজারে কাঁচাবাজার করছেন।

বাজার শেষে তিনি মুটেকে দিয়ে জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে রওনা দেন। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। নির্মাতাকে এভাবে বাজার করতে দেখে নেটিজেনরা বিস্মিত হয়েছেন। তারা বলছেন, স্যার এভাবে আপনি নিজেই বাজার করেন? এমন সব প্রশ্নের দেখে মেলে ওই ভিডিওর মন্তব্য বাক্সে।

কাজী হায়াতের ছেলে কাজী মারুফও একজন অভিনেতা।

২০০২ সালে ‘ইতিহাস’ ছবি দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয়েছিল মারুফের। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

Share Now

এই বিভাগের আরও খবর