জবির রফিক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট: July 24, 2025 |
inbound3596626190678291559
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রফিক ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে নিয়মিতভাবে। কোথাও কোথাও ছাদের কার্নিশ ভেঙে ঝুলে রয়েছে।

বহুদিন ধরে ভবনটির এই নাজুক অবস্থা অব্যাহত থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে তাদের মাঝে।

বুধবার (২৩ জুলাই) ভবনের ছাদের একটি অংশ খসে পড়ে সিঁড়িতে। অল্পের জন্য এক শিক্ষার্থী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বৃষ্টির সময় চারতলায় পানি জমে যায়। শ্রেণিকক্ষে ফ্যানের অভাবসহ আরও নানা সমস্যার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী হারুনুর রশীদ নয়ন বলেন, “ক্লাস শেষে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম। হঠাৎ করেই তিনতলায় ছাদ থেকে একটি বড় অংশ খসে পড়ে। সামান্যর জন্য আমরা বেঁচে গেছি।”

স্নাতকোত্তর শিক্ষার্থী তাইজুল ইসলাম বলেন, “আজ সকালে হেঁটে যাওয়ার সময় দেয়ালের কিছু অংশ আমাদের সামনে ভেঙে পড়ে।

এর আগেও এমন হয়েছে। ভবনের রক্ষণাবেক্ষণে দীর্ঘদিন ধরে অবহেলা চলছে। প্রশাসনের গাফিলতির কারণে আমরা কোনো বড় দুর্ঘটনার শিকার হতে চাই না। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে অবস্থিত রফিক ভবনে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিঁড়ি ও রেলিংয়ের অবস্থা জরাজীর্ণ।

ছাদের বিভিন্ন অংশে ফাটল এবং পলেস্তারা খসে পড়ার চিত্র স্পষ্ট। দেয়ালের কয়েকটি জায়গা থেকেও প্লাস্টার খসে পড়েছে।

এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম মোজাহার বলেন, “আমাদের বিভাগের সংস্কারের জন্য সাত-আট মাস আগেই প্রকৌশল দপ্তরে চিঠি দিয়েছিলাম।

আজকের ঘটনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে রেজিস্ট্রার বরাবর আবেদন করেছি। আশা করছি, দ্রুতই কাজ শুরু হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমি নিজে গিয়ে দেখে এসেছি। রফিক ভবন ও অবকাশ ভবন নিয়ে ফাইল প্রস্তুত রয়েছে। অচিরেই সংস্কারকাজ শুরু করা হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর