পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

আপডেট: July 31, 2025 |
586 2
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), সত্যতা পেয়েছে নানা অনিয়মের।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজীর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলার পীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক অভিযান চালায়। অভিযান পরিচালনার আগে এনফোর্সমেন্ট দলের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। পরে দলের সদস্যরা রোগ নির্ণয়ের যন্ত্রপাতি ও অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করে। এ সময় হাসপাতালের কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক।

অভিযান শেষে দুদক কর্মকর্তা আজমির শরিফ মারজী জানান, পীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। ছদ্মবেশে এনফোর্সমেন্ট দলের সদস্যরা হাসপাতালের বিভন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে দলের সদস্যরা পরিচয় দিয়ে রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযানকালে কিছু অনিয়ম ধরা পড়ে।

তিনি আরও বলেন, রোগীদের জন্য সরবরাহকৃত খাবার পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে রোগীদের যে খাবার দেওয়া হচ্ছে তা নিম্নমানের এবং ডায়েট চার্ট মেনে তা সরবরাহ করা হয়নি। মজুত থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় না এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) প্রতিদিন সরকারি গাড়িযোগে ঠাকুরগাঁও শহর থেকে যাতায়াত করেন। আমরা সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু পরামর্শ দিয়েছি। আর সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর দাখিল করা হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল জব্বার জানান, পীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। অভিযান চলাকালে যে অনিয়মগুলোর কথা তারা আমাদের বলেছে তা লিখিতভাবে দুদককে জবাব দেব।

তবে কর্মস্থলে না থেকে প্রতিদিন কেন শহর থেকে সরকারি গাড়িযোগে অফিস করেন—এমন প্রশ্ন করলে তিনি বলেন, এটার জবাব আমি দুদককে লিখিতভাবে জানাব।

Share Now

এই বিভাগের আরও খবর