জগন্নাথ বিশ্ববিদ্যালয়: আশ্বাসে চলা আন্দোলনের বিশ্ববিদ্যালয়!

আপডেট: August 1, 2025 |
inbound3984310766911819266
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: একের পর এক আন্দোলন—তবুও সমস্যার সমাধান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল গবেষণাগার, তা আজ পরিণত হয়েছে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। বছরের পর বছর দাবি-দাওয়া, কর্মসূচি ও অবস্থান ধর্মঘট করেও শিক্ষার্থীরা দৃশ্যমান কোনো ফলাফল পাননি।

শিক্ষার্থীদের অভিযোগ—বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া উন্নয়ন, পানির ফিল্টার,প্রতিদিন ই ভেঙে পড়া রফিক ভবন,এমনকি বেহাল দশার অবকাশ ভবন, আবাসন সুবিধা, সম্পূরক বৃত্তি কিংবা জকসু নির্বাচন—কোনো ক্ষেত্রেই নেই সন্তোষজনক অগ্রগতি । আন্দোলনের প্রতিটি পর্যায়ে তারা পেয়েছেন শুধু আশ্বাস, কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো প্রতিশ্রুতির।

একজন জবিয়ান হিসেবে নিজেদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে এতবার আন্দোলন করতে হয়েছে কেন—এ প্রশ্ন আজ ২০ হাজার শিক্ষার্থীর মনে। ইউজিসি থেকে সচিবালয়, এমনকি যমুনা পর্যন্ত গিয়ে দাবি জানালেও পরিবর্তন আসেনি। প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,

> “শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবিতে আমরা সবসময় পাশে ছিলাম এবং থাকবো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে এখনো ফ্যাসিস্ট সরকারের অবশিষ্ট প্রভাব রয়েছে, যারা বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন দিকে নিয়ে যায়। জন্মলগ্ন থেকেই জবি বৈষম্যের শিকার, ৫ আগস্ট-পরবর্তী সময়েও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমরা পিছিয়ে। বর্তমান ইন্টেরিম সরকারও দাবিগুলো পূরণে ব্যর্থ। জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন,

“প্রতিষ্ঠার পর থেকেই জবিয়ানরা অধিকার, নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক পরিবেশের জন্য লড়াই করছে। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতির জালেই আটকে গেছে তাদের আশা। এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং জবিয়ানদের প্রতি রাষ্ট্রীয় অবহেলার স্পষ্ট প্রতিফলন। এখন সময় এসেছে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার। আমরা দাবি করছি, দ্রুত আবাসন ও বৃত্তি চালু করা হোক এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বরের একমাত্র প্ল্যাটফর্ম জকসু নির্বাচন অবিলম্বে অনুষ্ঠিত হোক। প্রয়োজনে আমরা আবারও বড় ধরনের আন্দোলনে নামবো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না। প্রশাসনকে মনে রাখতে হবে—জবিয়ানরা লড়াই করতে জানে এবং ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত।”

Share Now

এই বিভাগের আরও খবর