জবি ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আফনান-আসাদুজ্জামান রিমন

আপডেট: August 2, 2025 |
inbound4965779623375792425
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন আফনান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান রিমন।

শনিবার (২ আগস্ট) সংগঠনের উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আলী আজগর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নাঈম মনোনীত হয়েছেন।

এর আগে আহ্বায়ক কমিটি সংগঠনের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্তে বিলুপ্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ফরহাদ হোসেন আফনান বলেন, “ভোলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধায় পাশে থাকা, তাদের সর্বাত্মক সহযোগিতা এবং দেশ ও জাতি গঠনে অবদান রাখবে এই সংগঠন, ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন বলেন, “ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে আমাদের সংগঠন এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে।”

Share Now

এই বিভাগের আরও খবর