২ দফা দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে জবি শিক্ষার্থীরা

আপডেট: August 4, 2025 |
inbound3652985359876146287
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: আবারও ২ দফা দাবি নিয়ে উপাচার্য ভবনের সামনে জবি শিক্ষার্থীরা

সম্পূরক বৃত্তি বাস্তবায়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

inbound1759610073898866907

শিক্ষার্থীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকা অগ্রহণযোগ্য এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পরিপন্থী। জকসু নির্বাচনের মাধ্যমে তারা মত প্রকাশের স্বাধীনতা ও নেতৃত্ব গড়ে তোলার সুযোগ পাবেন, যা একটি আধুনিক শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ। অথচ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে উদাসীন।

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, গত বুধবার দুই দিনের আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। তারা হয়তো মনে করছে শিক্ষার্থীরা পিছিয়ে যাবে, কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—ন্যায্য অধিকার আদায়ে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করব।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, সম্পূরক বৃত্তির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে বিষয়টি আদৌ বাস্তবায়িত হবে কি না।

তিনি আরও বলেন, জকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সঠিকভাবে প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন। তাই দ্রুত সময়ের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা জরুরি।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের যৌক্তিক দুই দফা দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন।

Share Now

এই বিভাগের আরও খবর