রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আপডেট: August 7, 2025 |
inbound4670994550763046955
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে গোল চত্বরে দাঁড়িয়ে মানববন্ধন করেছে। সেই সাথে ৪৮ ঘম্টার আল্টিমেটান দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য যদি সরকারের কাছে থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোন রকম আশ্বাস না পাওয়া যায় তাহলে আগামী ৪৮ ঘণ্টা পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে, সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর