জাবিতে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট: August 10, 2025 |
inbound3751633032074992064
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল রাজনৈতিক দলের হল কমিটি বাতিল ও আবাসিক হলের অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হল এবং ২১ নং হল থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে অন্যান্য হলগুলো প্রদক্ষিণ করে ভিসির বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করেন।

মিছিলে শিক্ষার্থীরা, “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; হল পলিটিক্সের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন; গেস্টরুমের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; আমার হলে রাজনীতি, চলবে না চলবে না;ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর; গেস্টরুমের আগমন, রুখে দাও দিতে হবে; হলে হলে খবর দে, হল পলিটিক্স এর কবর দে; ” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

ইতিহাস ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ” আমরা বিগত বছরগুলোতে দেখেছি হল পলিটিক্স এর মাধ্যমে ছাত্রলীগ কীভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

আমরা চাই না নতুন করে আবার সেই পুরোনো কালচার ফিরে আসুক। আমরা চাই আমাদের হলগুলোতে সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলের ঘোষিত হল কমিটিগুলো বাতিল করতে হবে।”

এসময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১)সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে; (২) হলে ছাত্র রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থী, গণরুম, গেস্ট রুম এবং র‍্যাগিং কালচারের সাথে জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; (৩) অতি দ্রুত জাকসু তথা হল সংসদ কার্যকর করতে হবে এবং ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে; (৪) রাজনৈতিক সংগঠন থেকে প্রাপ্ত যেকোনো উপহার সামগ্রী গ্রহণ করে সেটা হল প্রশাসনের ব্যবস্থাপনায় স্থাপন করতে হবে; (৫) হলের অভ্যন্তরীণ কোন বিষয়ে অছাত্র বা বহিরাগতদের অযাচিত কোন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এবং সে অনুযায়ী আমাদের হল প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ (৬) হলের মেয়াদ উত্তীর্ণ ছাত্রদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরিশেষে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান বলেন, ” একজন উপাচার্য হিসাবে রাস্তায় দাঁড়িয়ে আমি কোন সিদ্ধান্ত দিতে পারি না।

আমি শতভাগ একমত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম, গেস্টরুম কালচার ফিরে আসুক সেটা কখনই চাই না।”

তিনি আরও বলেন, “আমি শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে পেশ করার কথা বলেছি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল এবং হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে এ ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।”

Share Now

এই বিভাগের আরও খবর