সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সভাপতি মতিন মন্ডলের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: August 11, 2025 |
inbound7580470515003637885
print news

মামুন মিয়া ,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১আগষ্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলীর উদ্যোগে ছাত্রীদের মাঝে বিদ্যালয়ের সাবেক সভাপতি মতিন মন্ডলের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ আকন্দ সাজু, সহকারী শিক্ষক আসাদুজ্জামান রঞ্জু প্রমুখ।

পরে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ওয়াজেদ হোসেন তরফদার ও সাবেক সভাপতি মরহুম মতিন মন্ডল সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন থেকে এ পর্যন্ত যারা মৃত্যু বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর