বগুড়ায় র‍্যাবের অভিযানে ডাকাতির মালামলা উদ্ধারসহ গ্রেফতার ০৩

আপডেট: August 17, 2025 |
inbound5051782352738005755
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ১২ আগস্ট ২০২৫ তারিখ রাতে বগুড়ার শাজাহানপুর থানার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক নামক স্হানে ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ বোঝাই এক লাখ ২০ হাজার টাকার মালামাল (ফার্নিচার) সহ ডাকাতির মালামার তদন্তে প্রাপ্ত উদ্ধার পূর্বক তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

১৭ আগস্ট (রোববার) রাত আনুমানিক ৪,২০ ঘটিকার সময় র‍্যাব-১২,বগুড়ার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা সদরের সুলতানগঞ্জ এলাকায় প্রেথক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-সাব্বির পাশা শাওন(৩০), গোলাম মোস্তফা পাশা (৩৯) ও মোঃ সুমন(২৫) পিতা-আলমগীর হোসেন সাং লাহিড়ীপাড়া থানঃ সদর,জেলা বগুড়া।

র‍্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২/০৮/২৫ ইং তারিখ রাত্রি অনুমান ১১,১০ ঘটিকার সময় চালক মোঃ আল- আমিন(৩৫) পিতা-মোঃজালাল ব্যাপারী সাং বিক্রমপুর কামারগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ,বর্তমান সাং লালবাগ শহীদ নগর,রোড নং-৩ থানা লালবাগ, ঢাকা একটি টাটা পিকআপ EX2,ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪ কেরানীগঞ্জ থানাধীন বছিলা এলাকা হতে এক লাখ ২০ হাজার টাকার মালামাল(ফার্নিচার) লোড করে গাইবান্ধা ও দিনাজপুরে পৌঁছানোর জন্য রওনা করে।

পথিমধ্যে একই দিন ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় বগুড়ার শাজাহানপুর থানাধীন আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক নামক স্হানে ঢাকা- বগুড়া মহাসড়কের ওভারপাস এর উপরে যাওয়া মাত্র তিনটি প্রাইভেট গাড়ীতে অজ্ঞাতনামা লোকজন পুলিশের ব্যবহৃত লাল রংয়ের সিগন্যাল লাইট দিয়ে গাড়ী থামাতে বলে।

তখন উক্ত পিকআপ গাড়ীর ড্রাইভার গাড়ী থামালে আপকা তার অজ্ঞাতনাম ১৪/১৫ জন ডাকাত ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়।

একপর্যায়ে ড্রাইভারকে স্টিয়ারিং এ বসে থাকা অবস্থায় তার হাতে হাতকড়া পড়ায়।পরে পিকআপের ডাইভার ও হেলপারকে গাড়ী থেকে নামিয়ে ডাকাতদের প্রাইভেট কারে উঠাইয়ে গামছা দ্বারা চোঁখ ও হাত বাঁধিয়ে ফেলে।

এরপর ডাকাতেরা তাদেরকে নিয়ে প্রায় ৩০ মিনিট গাড়ী চালিয়ে ভোর ৫টার দিকে বগুড়া জেলা সদর থানাধীন ০২ নং বাইপাসে ধনিয়াতলা নামক স্হানে রাস্তার পার্শ্বে দুই বিল্ডিং এর মাঝখানে হাত ও চোঁখ বাঁধা অবস্থায় নীচু গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পিকআপ ও মালামাল(ফার্নিচার) নিয়ে যায়।

পরে স্হানীয় লোকজন ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে।পরবর্তীতে শাজানপুর থানায় ১৩ /০৮/২৫ ইং তারিখে ১৭০/১৭১/৩৯৫/৩৯৭/ পেনাল কোড-১৮৬০ দায়ের করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, বগুড়া অজ্ঞাতনামা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোনপ সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লিখিত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামীগন বগুড়ার সদর থানায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট রোববার রাত্রি আনুমানিক ৪,২০ ঘটিকায় র‍্যাব-১২, বগুড়ার চৌকস আভিযানিক দল জেলা সদর থানাধীন সুলতানগঞ্জপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডাকাত দলের তিন জনকে একটি পুরাতন ব্ রেডমি এন্ড্রয়েড এবং একটি পুরাতন বাটন মোবাইলসহ ওই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন।

র‍্যাব-১২ বগুড়ার ক্যাম্পের স্কোয়াড লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর