খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ‘প্রবীণ হিতৈষী সংঘে’ দোয়া মাহফিল

আপডেট: August 17, 2025 |
inbound8923603332659899506
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘে দোয়া, আলোচনা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত।

আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা।

এ সময় আবাসিক প্রবীণরাসহ আলোচনায় অংশ নেন, প্রবীণ হিতৈষী সংঘের সহ সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এম হুমায়ুন রেজা কামাল, নির্বাহী কমিটির সদস্য খালেদা খানম প্রমুখ।

অনুষ্ঠান উপলক্ষে কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, “প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করেই আজকের এই আয়োজন।”

অনুষ্ঠান শেষে প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন ছাত্রদল নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর