জাবির রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষনা, সভাপতি রোম্মান, সম্পাদক রায়হান

আপডেট: August 17, 2025 |
inbound1805432602846171074
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (JURS) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদ পেয়েছেন মোঃ আবু রোম্মান এবং সাধারণত সম্পাদক পদ পেয়েছেন মোঃ রায়হান কবির।

শনিবার (১৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (JURS) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

সদ্য ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে সামিহা আক্তার সালমা ও সামিউর রহমান। যুগ্ম সম্পাদক পদে তনিমা রহমান তিথি ও ফারজানা আফরোজ তাসনিম।

কোষাধ্যক্ষ পদে মুশফিকুর রহমান এবং সহকারী কোষাধ্যক্ষ পদে শারমিন জাহান খাদিজা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমাদের মিশন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী গবেষণা পরিবেশ তৈরি করা, যেখানে তারা গবেষণার প্রতি অনুপ্রাণিত হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে।

এজন্য নিয়মিত গবেষণা প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে রিসার্চ মেথডোলজি, ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার যেমন SPSS, R, Python ও STATA এবং একাডেমিক রাইটিং বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ দেওয়া হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ এবং বাইরের গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা আন্তঃবিভাগীয় গবেষণায় অংশগ্রহণ করতে পারে।

শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল, কনফারেন্স এবং সোসাইটির নিজস্ব প্রকাশনায় প্রকাশের সুযোগ নিশ্চিত করা হবে, যা তাদের গবেষণাকে একটি স্বীকৃত প্ল্যাটফর্মে নিয়ে যাবে।

নবগঠিত কমিটির সভাপতি আবু রোম্মান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের মাঝে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং হাতে-কলমে গবেষণার অভিজ্ঞতা দেওয়া।

অনেক সময় শিক্ষার্থীরা গবেষণার জগৎকে জটিল ও দূরবর্তী বলে মনে করে। আমরা চাই এটি হোক সবার কাছে সহজবোধ্য, অনুপ্রেরণাদায়ক এবং বাস্তবায়নযোগ্য।”

Share Now

এই বিভাগের আরও খবর