এবারের আসরে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া : জাকের

আপডেট: August 18, 2025 |
boishakhinews 39
print news

এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের অনুশীলনের ফাঁকে আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত হন জাকের আলি অনিক। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারের আসরে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।

সোমবার গণমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে।আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

সাম্প্রতিক সময়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ক্রিকেটারকে আলাদাভাবে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান। প্রত্যেককে যার যার সামর্থ্যের চূড়ায় নিয়ে যেতে চান এই ইংলিশ কোচ।

জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে, কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায়, এসব নিয়েই কাজ করছে।


এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ টানা দুটি সিরিজ জয়ের অভিজ্ঞতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও বলেছিলেন, এবারের আসরে বাংলাদেশ শিরোপা জিততে সক্ষম হবে বলে তিনি শতভাগ নিশ্চিত।

উল্লেখ্য, গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করে।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। মোট ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

Share Now

এই বিভাগের আরও খবর