অনশন প্রত্যাহার করা শিক্ষার্থীদের সাবেক সমন্বয়কের হুমকি

আপডেট: August 19, 2025 |
inbound3500375875081935046
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র সংসদের দাবি নিয়ে আমরণ অনশন থেকে দুই শিক্ষার্থী অনশন স্থগিত করলে তাদের উপর চড়াও হতে দেখা যায় কয়েকজন সমন্বয়ককে।

সূত্র জানায়, উপাচার্যের আশ্বাসের পর ছাত্র সংসদের দাবি নিয়ে আন্দোলনের মূল আহ্বায়ক শিবলি সাদিক অনশন প্রত্যাহারের ঘোষণা দিলে তার উপর তেড়ে আসেন সমন্বয়ক সুমন ও হাবিব। এসময় আরেকজন শিক্ষার্থীও অনশন প্রত্যাহারের ঘোষণা দিলে সমন্বয়করা তাকে শিবির ট্যাগ দেন।

শিবলি সাদিক বলেন, ছাত্র সংসদ আমাদের প্রাণের দাবি। এই দাবির জন্য আমরা ধারাবাহিক ভাবে কর্মসূচি দিয়ে আসছি।

আমরা সর্বশেষ অনশন কর্মসূচি পালন করছিলাম পরবর্তীতে উপাচার্য আমাদের কাছে দশ দিন সময় প্রার্থনা করেন।

আমরা তার প্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য অনশন স্থগিত করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমরা জানতে পেরেছি আন্দোলনে নানা পক্ষ জড়িয়ে গেছে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা চলছে।

তাই আমরা সকল শিক্ষার্থী প্রতি আমাদের সাথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই।

আন্দোলনকারীদের তেড়ে আসার ব্যাপারে যোগাযোগ করা হলে শামসুর রহমান সুমন বলেন, কোন রাগারাগি করিনি।

আমরা সেই দুজন শিক্ষার্থীকে অনুরোধ করেছি তারা যেন একত্রে অনশনে বসারত সকলের সাথে কথা বলে সিদ্ধান্তটি নেয়।

Share Now

এই বিভাগের আরও খবর