জয়পুরহাটের সাবেক মন্ত্রী আব্দুল আলিমের  মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট: August 30, 2025 |
inbound4374311853441322923
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের সাবেক এমপি ও মন্ত্রী মরহুম আব্দুল আলিমের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পরে  জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ এবং পাঁচবিবির বায়তুন নুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তার ছেলে ফয়সল আলিম।

প্রসঙ্গত মরহুম আব্দুল আলীম একজন রাজনীতিবিদ এবং সমাজসেবক ছিলেন।তিনি ১৯৭৯ সালে বগুড়া ১ থেকে সংসদ সদস্য পরে জয়পুরহাট ১ আসন থেকে ২ বার সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৮ সালে তিনি জিয়াউর রহমানের সরকারে প্রথমে বস্ত্রমন্ত্রী এবং পরে যোগাযোগ মন্ত্রী ছিলেন।

জয়পুরহাট  জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ছিলেন তিনি। ৩০ আগষ্ট, ২০১৪ সালে মৃত্যু বরণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  মরহুমের ছেলে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুবদলের সাবেক  সদস্য বেলায়েত হোসেন বেনু প্রমুখ ।

Share Now

এই বিভাগের আরও খবর