বগুড়ায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন: রিজভী


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাাবার্ষিকী বগুড়ায় চারদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
৫ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২ টার দিকে বগুড়া শহরের এসপি ব্রিজ সংলগ্ন স্হানে এ কর্মসূচির উদ্বোধন করেন দেলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু,জেলা বিএপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম,কে এম খায়রুল বাশার,জাহিদুল ইসলাম হেলাল,এ কে এম তৌহিদুল আলম মামুন,মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল,যুগ্ম আহবায়ক খলিলুর রহমান ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিকালে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রুহুল কবির রিজভী।