জয়পুরহাটে ৩৩ বছরেও জমি দখল না পেয়ে ভুক্তভোগীর মানববন্ধন

আপডেট: September 7, 2025 |
inbound2383062465441729231
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ৩৩ বছরেও জমি দখল না পেয়ে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এক ভুক্তভোগী পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

রোববার দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার দুর্গাদহ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, ১৯৯২ সালে ভাদসা ইউনিয়নের পাইকড়দাড়িয়া মৌজায় ৮ শতাংশ জমি কিনেছিলেন আফজাল হোসেন।

কিন্তু স্থানীয় প্রভাবশালী একটি মহল জাল দলিল তৈরি করে জমিটি দখল করে নেয়। পরে আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত চার দফায় তার অনুকূলে রায় এলেও বাস্তবে জমির দখল পাননি তিনি।

প্রতিপক্ষ মতলেব উদ্দীন আহমেদ রাজনৈতিক প্রভাবশালীরা সন্ত্রাসী দিয়ে ভুক্তভোগীকে জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে প্রতিপক্ষ মতলেব উদ্দীন আহমেদ জানান, উনি কবলা করেছে তিন শতক। আর এখানে এসে দেখাচ্ছে ৮ শতক।

ওই তিনশতক উনার দখলে নাই। উনি একটা রায় পাইছে নিম্ন কোর্টে। জমি সংক্রান্ত মামলাটি চলমান। উনি মিথ্যাবাদী একটি ছেলে।

Share Now

এই বিভাগের আরও খবর