বগুড়ায় থানা থেকে পালানো আসামি ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার

আপডেট: September 7, 2025 |
inbound3675007880218651662
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া রাব্বি মিয়া(২৭) নামের এক আসামীকে ২৩ ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ।

০৭ সেপ্টেম্বর (রোববার) সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার একটি বাজার এলাকা থেকে রাব্বি মিয়াকে আটক করা হয়।

পরে আবার তাঁকে শেরপুর থানার হেফাজতে আনা হয়েছে।

আসামী রাব্বি মিয়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রাব্বি মিয়াকে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করে সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর থানায় আনা হয়।

তাঁকে রাখা হয় থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে।

সকাল ৭টার দিকে বাথরুমে যাওয়ার কথা বললে কনস্টেবল রাশেদুল ইসলাম তাঁকে বাইরে নিয়ে যান। এ সময় রাব্বি আচমকা ধাক্কা দিয়ে পালিয়ে যান
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়ার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বির বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, আসামিকে ধরতে শেরপুর, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় পুলিশের একাধিক দল কাজ করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার সকালে তাঁকে সলঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর