জাকসু নির্বাচন ঘিরে টাকা ও ডলারের আদলে লিফলেট বিতরন


আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার–প্রচারণায় সরগরম জাবি ক্যাম্পাস।
সব শিক্ষার্থীর কাছে নাম ও ব্যালট নাম্বার পৌঁছাতে পোস্টার, লিফলেট বিতরন করছেন প্রার্থীরা।
এরই মধ্যে প্রচারণায় কোনো কোনো প্রার্থী নিয়েছেন অভিনব কৌশল। ভোটারদের আকৃষ্ট করতে টাকা ও ডলারের আদলে লিফলেট বানিয়ে প্রচার চালাচ্ছেন তারা।
জাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা সাদাকালো পোস্টার, লিফলেট ইত্যাদি বিলি করতে পারবেন প্রচারণার জন্য।
নির্ধারিত জায়গা ব্যাতিত ক্যাম্পাসের কোথাও এগুলো টানানো কিংবা সাঁটানো যাবে না। ফলে বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেটের ছড়াছড়ি ক্যাম্পাসে।
এ অবস্থায় প্রচারে ব্যতিক্রমী কৌশল নিয়েছেন কয়েকজন প্রার্থী। তাঁদের মধ্যে অন্যতম বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহদী। জাকসু নির্বাচনে কার্যকরী সদস্যপদে(পুরুষ) প্রার্থী হয়েছেন তিনি। তাঁর ব্যালট নাম্বার ১৪। প্রচারণায় তার ভিন্নধর্মী ডলারের আদলে করা লিফলেটে শুরুতেই লেখা ইউনাইটেড স্টেটস অফ জাহাঙ্গীরনগর। এছাড়া লেখা হয়েছে তার ব্যালট নম্বর ১৪। ডলারের আদলেই করা হয়েছে লিফলেটের বাকি ডিজাইন।
এমন ভিন্নধর্মী প্রচারণার কারণ জিজ্ঞেস করা হলে মাহদী বলেন, জেন-জি এখন ভিন্নতা খুঁজে।
তারা চায়, সেইম জিনিস তাদের কাছে নতুনত্বের মোড়কে আসুক।
সবাই তো পোস্টার বা হ্যান্ডবিল দেয়, তাই ভাবলাম ইউনিক কিছু করা যাক। দেখলাম কেউ টাকা দিয়ে প্রচারণা করছে। এজন্য আমি ডলারকে বেছে নিই।
এদিকে বাংলাদেশী দশ টাকার নোটের আদলেই ছাপানো লিফলেট বিলি করছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরেক শিক্ষার্থী জান্নাতুল মাওয়া শ্যামন্তী।
জাকসুতে কার্যকরী সদস্য (নারী) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। তার ব্যালট নাম্বার ১০ হওয়ায় দশ টাকার আদলেই লিফলেট বিতরণ করছেন তিনি।
এই পন্থায় লিফলেট বিলি করার কারণ এবং কেমন সাড়া পাচ্ছেন এ বিষয়ে জিজ্ঞেস করা হলে শ্যামন্তী জানান, আই হেইট পলিটিক্স জেনারেশন টা হয়তো এই ছাত্রসংসদ গুলোর মাধ্যমেই প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার চর্চা করতে যাচ্ছে।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন ভোটার এবং জাকসুর একজন প্রার্থী হিসেবে এই নির্বাচন আমার কাছে উৎসবের চেয়ে কম না।
ভোটার দের কে আকর্ষণ এবং তাদের মাঝেও এই উৎসবের আমেজ ছড়িয়ে দিতে তাই আমি একটু ভিন্নধর্মী প্রচারণার পথ বেঁছে নিয়েছি।
আর ভিন্নধর্মী এই প্রচারণার জন্য অনলাইন এবং অফলাইনে ব্যাপক সাড়া পাচ্ছি। বিষয়টিকে সবাই খুব ইতিবাচক হিসেবে নিয়েছে।