পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সাময়িক বহিষ্কার, ফুড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী


গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর ফুড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকসিরুন নুর রিসন কে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় উক্ত ডিপার্টমেন্ট তাকে সাময়িক বহিষ্কার করে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ফুড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত নোটিশে বলা হয়,০৮/০৯/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত ফুড ইন্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের 21FAE034 রোল নম্বরধারী ছাত্র 2021-22 শিক্ষাবর্ষের সেমিস্টার ১ম এ FE3105 কোর্স নং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছে।
এ কারণে সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষের ইনভিজিলেটরের প্রতিবেদন এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ এর পরীক্ষা কক্ষে পরীক্ষার্থী কর্তৃক পালনীয় শর্তাবলী এবং অপরাধের শান্তি সম্পর্কিত অধ্যাদেশ মোতাবেক তাকে উক্ত পরীক্ষা থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং সে ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণ করতে পারবে নাহ।
উল্লেখ্য, ওই শিক্ষার্থী পরীক্ষার হলে স্মার্ট ফোন ব্যবহার করে, দেখে দেখে পরীক্ষার খাতায় লিখতে থাকলে ইনভিজিলেটর হাতেনাতে ধরে।