ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

আপডেট: September 23, 2025 |
inbound8103043723564022232
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ডাকাকাতির প্রস্তুতি কাল জনতা কর্তৃক ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

২২ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাত ১০টার দিকে বগুড়া কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজারস্হ এই ঘটনায় ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অপরচিত ৫ জন লোক সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হয় এলাকাবাসীর।

পরে সবাই জোট বেঁধে তাদের আটক করতে গেলে তারা পালানোর চেষ্টা করে।এর ভেতর কেউ কেউ আবার অস্ত্র বের করে তাদের হুমকিও দেওয়ার চেষ্টা করে বলে স্হানীয়রা জানান।

এর একপর্যায়ে চারদিক থেকে জনগণ তাদেরকে ঘেরাও করে দেহ তল্লাশি করে।এসময় তাদের নিকট থেকে একটি পিস্তল, দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম দেখতে পেয়ে তাদেরকে গণধোলাই দিয়ে কাহালু থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বাসিন্দা মোঃ স্বাধীন ইসলাম (৪২), বিহারহাট এলাকার হযরত আলীর ছেলে মোঃ রাকিবুল হাসান(১৮),সংসারদীঘি গ্রামের মোজাফফরের ছেলে মোঃ মনিরুজ্জামান(২৪) একই গ্রামের মোঃ বুলু মিয়ার ছেলে মোঃ জাকারিয়া(২০), আলিগ্রাম এলাকার ছামছুদ্দিনের ছেলে মেজবাউল হাসান নাঈম (২২)।

কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানা পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর