আজ কোজাগরী লক্ষ্মীপূজা

আপডেট: October 6, 2025 |
inbound3440466586049547076
print news

আধ্যাত্মিক ও পার্থিব কল্যাণের প্রতীক, ধন, জ্ঞান, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা এ দেবীর পূজা করে থাকেন।

পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা শুরু হয়েছে সোমবার সকাল ১১টা ৫৩ মিনিটে এবং শেষ হবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধন-সম্পদ পূর্ণ করার জন্য উপস্থিত হন। যদি দেবী সন্তুষ্ট থাকেন, তবে সংসারে অর্থকষ্ট থাকে না এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

এ পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা নামেও ডাকা হয়। কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ অনুযায়ী, আশ্বিনের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নেন কে জাগছে। তাই এ পূজায় রাত জেগে পূজা ও প্রার্থনার প্রথা রয়েছে।

আজ সন্ধ্যা থেকে বিভিন্ন মন্দির ও গৃহে বিশেষ পূজা, ভক্তিগীতি ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভক্তরা এদিন প্রদীপ প্রজ্জ্বলন, আলপনা অঙ্কন ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা আধ্যাত্মিক অনুপ্রেরণা ও পার্থিব কল্যাণের প্রত্যাশায় এ পূজায় অংশ নিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর