বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৫১ হাজার, আক্রান্ত ১০ লাখেরও বেশি

আপডেট: April 3, 2020 |
print news

বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারি করোনাতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১০ লাখ ৯৪০ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৭৫ জনে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে বারোটায় বিশ্বের করোনা ভাইরাস পরিস্থিতির জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার ১৯৩ জন, নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৮৮২ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ২৭৩ জন। চিকিৎসাধী অবস্থান আছেন ৭ লাখ ৩৯ হাজার ৪২১ জন। এদের মধ্যে ৩৭ হাজার ৭০৫ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে করোনায় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে, মৃতের সংখ্যা ১৩ হাজার ৯১৫ জন। তবে আক্রান্ত রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৭৪৭ জন।

চীনের হুবেই প্রদেশের উহানে গত বছরের ডিসেম্বরে আবির্ভাব হয় করোনা ভাইরাসের। একমাসের মধ্যে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। চীনে প্রকোপ কমলেও করোনা ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে ওঠেছে এখন ইউরোপ ও যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর