ঢাকা মেডিকেলের আইসোলেশনে থাকা একজনের মৃত্যু

আপডেট: April 5, 2020 |
print news

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটে আবুল বাশার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এসে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন।

আবুল বাশার ব্রেইন স্টোক নিয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলের মেডিসিন ইউনিটে ভর্তি হয়।

পরে শ্বাসকষ্ট হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন রবিবার দুপুর সোয়া ১২টার দিকে মারা যায়। স্বজনরা বিকালে মরদেহ নিয়ে গ্রামে চলে গেছে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর