ভারতে জরুরি পরিস্থিতিতে রেমডেসিভির ব্যবহারের অনুমতি

আপডেট: June 3, 2020 |
print news

করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে মার্কিন ওষুধ রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রেসার্চ (আইসিএমআর) এর বিজ্ঞানি নিবেদিতা গুপ্তা গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা কার্যকরভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্যুহার হ্রাস করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, ভারতে কেউ মারা যাচ্ছে কিন্তু তা আড়ালে থাকার রেকর্ড নেই। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। তবে সব মৃত্যুকেই করোনার সঙ্গে মেলানো ঠিক নয়।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সকল রাজ্যকে হাসপাতালগুলো প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অক্সিজেনসহ হাসপাতালে বিছানার সংখ্যা বাড়াতে হবে। তবে স্বল্প সংখ্যক রোগীর জন্য আইসিইউ এবং লাইফ সাপোর্ট লাগছে।

গতকাল মঙ্গলবার ভারতে নতুন করে ৮১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সে দেশে এখন অবধি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ সাত হাজার ছয়শ ১৫ জন এবং মারা গেছে পাঁচ হাজার আটশ ২৯ জন। সূত্র :  দ্য হিন্দু

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর