ঢাবিতে জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু

আপডেট: June 26, 2020 |
print news

আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইন ক্লাসে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অনলাইনে পাঠদান শুরু করেছে। তবে যারা এখনও শুরু করেনি তাদের আগামী ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাবির নীতি নির্ধারণী পর্যায়ের এক ভার্চুয়াল সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বলা হয়, ‘কোন শিক্ষার্থীই যেন ইন্টারনেট সুবিধাসহ প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা ও অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে অনলাইন শিক্ষা কার্যক্রমের বাহিরে না থাকে, সেজন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমতা, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও শিক্ষার গুণগত মান অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে যত্নশীল থাকতে বলা হয়।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন মিটিংয়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, নতুন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও চেয়ারম্যানবৃন্দ।

সভা সূত্রে জানা গেছে, ‘আগামী পহেলা জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে সকল ডিপার্টমেন্টে অনলাইন ক্লাস শুরু করা হবে। যেহেতু পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পা দিচ্ছে, সেজন্য এই দিনটিকে মাইলফলক হিসেবে ধরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সভায় উপাচার্য তার নির্দেশনায় বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বেই ভয়াবহ পরিস্থিতি চলছে। তাই এটাকে মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। সব বিভাগ হয়তো পুরোপুরি অনলাইন ক্লাস বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু সীমিত আকারে হলেও এটা করতে হবে। একেবারে বসে থাকলে চলবে না।’

অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ইতোমধ্যেই আমাদের অনেক ডিপার্টমেন্ট অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছেন। তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা এখনও শুরু করেননি, তাদের আগামী ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে শুরু করতে বলা হয়েছে।’

এছাড়া সভায় অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষণসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য প্রো-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর