করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২০ হাজার

আপডেট: June 28, 2020 |
print news

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনকে। এর মধ্যেই পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ২০ হাজার। খবর: এনডিটিভি।

রোববার (২৮ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯০৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৮৫৯।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। তবে সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে দেশটিতে। ইতোমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন।

করোনায় আক্রান্তে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। ভারতের মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

পরপর দু’দিন মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার। ফলে সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৩৩। মহারাষ্ট্রের পরেই দিল্লির অবস্থান। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার এবং মারা গেছে ২ হাজার ৫৫৮ জন।

গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ধরা পড়ে। অপরদিকে গত ৩১ জানুয়ারি ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৯৫ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর