করোনায় আক্রান্ত সৌরভের বড় ভাই

আপডেট: July 16, 2020 |
গাঙ্গুলি ও সৌরভ গাঙ্গুলি
print news

করোনাভাইরাসে আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। বুধবারই তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও কয়েকদিন আগে স্নেহাশিসের করোনা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় নিজেই জানিয়েছিলেন খবরটি সত্য নয়। কিন্তু শেষপর্যন্ত রক্ষা পেলেন না তিনি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব সাবেক ক্রিকেটার স্নেহাশিস। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েকদিন ধরে জ্বর, সঙ্গে গলা ব্যথায় ভুগছিলেন স্নেহাশিস। তাই চিকিৎসকের পরামর্শ মতে কভিড টেস্ট করান। করোনা পরীক্ষার সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

চিকিৎসকের পরামর্শ মতো বুধবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

গত মাসের শুরুর দিকে স্নেহাশিসের স্ত্রীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এমনকি তার শ্বশুর–শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে স্নেহাশিস তখন সুস্থই ছিলেন। সূত্র : জি বাংলা

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর