আবারো সীমান্তে সংঘর্ষে জড়াল ভারত-চীন

আপডেট: August 31, 2020 |
print news

চলতি বছরের এপ্রিলের শেষ থেকে চীন-ভারত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৫ জুন প্যাংগংয়ে সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান নিহত হয়েছে।

সীমান্তে বিরোধ মিটিয়ে ফেলার ব্যাপারে তারপর থেকে দফায় দফায় দু’দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এখনো কার্যত সমাধান যে আসেনি, তা জানা গেল।সূত্র : স্পুটনিক

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ২৯-৩০ আগস্ট রাতে লাদাখের পূর্বাঞ্চলে উসকানিমূলকভাবে হামলার চেষ্টা করে। এ ঘটনার জেরে ভারত-চীন সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতের সেনাবাহিনী আরো জানিয়েছে, সেনাবাহিনী ও কূটনৈতিকভাবে যে আলোচনা এগিয়েছে, তা মাড়িয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটায় চীন। সে কারণে ভারতের সেনাবাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর