লকডাউনের প্রতিবাদে ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ

আপডেট: September 14, 2020 |
লি‍ৎজম্যান
print news

করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে দেশজুড়ে ফের লকডাউন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ১৮ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফা লকডাউন শুরু হবে ইসরায়েলে।সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এদিকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রবিবার ইস্তফা দিয়েছেন দেশটির আবাসন মন্ত্রী ইয়াকুব লি‍ৎজম্যান। শুধু নিজে ইস্তফাই দেননি, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে তাঁর দলের সমর্থন প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোঁড়া ইহুদিদের দল অর্থডক্স জিউস পার্টির শীর্ষ নেতা লি‍ৎজম্যান বলেছেন, ‘আগামী শুক্রবার থেকে দেশে ফের লকডাউন চালু হওয়ার ফলে প্রধান ধর্মীয় উ‍ৎসব পালন করতে পারবেন না ইহুদিরা। হাজার হাজার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে। মুখ বুঝে তা মেনে নেওয়া সম্ভব নয়।’

১৮ সেপ্টেম্বর থেকেই ইহুদিদের নববর্ষ উৎসব ‘রশ হাশানাহ’ শুরু হবে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আবার আগামী ২৭ সেপ্টেম্বর ইহুদি ধর্মের লোকজন তাদের সবচেয়ে পবিত্র দিন ‘ইওম কিপুর’ পালন করবে। ধর্মীয়ভাবে দিনটি তাদের কাছে অত্যন্ত পবিত্র।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে পাঠানো পদত্যাগপত্রে লি‍ৎজম্যান লকডাউনের সিদ্ধান্তকে ‘চরম ভুল’ আখ্যা দিয়ে লিখেছেন, ‘ইহুদিদের ধর্মীয় উ‍ৎসবের মুখে লকডাউনের সিদ্ধান্ত শুধু ভুলই নয়, হাজার-হাজার নাগরিককে অবজ্ঞা করার স্পর্ধা প্রকাশ করেছে। ইহুদিদের ছুটির দিনকে কেন করোনাভাইরাস মোকাবেলার সুবিধাজনক সময় বলা হচ্ছে?’

উল্লেখ্য, চীনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ইসরায়েলেও থাবা বসিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৫৯ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন এক হাজার ৩৭ জন। মৃত্যুর হার অবশ্য এক শতাংশেরও কম। এখনো পর্যন্ত মারা গেছেন মাত্র ১০৮ জন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর