গ্যাস লাইনের উপর নির্মিত স্থাপনা ৩০ দিনে সরানোর নির্দেশ

আপডেট: September 16, 2020 |
Boishakhinews 112
print news

বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের উপর যেকোনো ধরনের স্থাপনা সাময়িক বা স্থায়ীভাবে নির্মাণ করা আইনত দ-নীয় অপরাধ। এই অবস্থায় তিতাস গ্যাসের স্থাপিত সঞ্চালন ও বিতরণ লাইনের উপর কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করা হলে তা নিজ নিজ দায়িত্বে আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিডের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে না ফেললে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্যাস পাইপলাইনের উপর স্থাপনা নির্মাণ করার ফলে পাইপলাইনের মারাত্মক ক্ষতি হয় এবং এর থেকে গ্যাস লিকেজ, বিস্ফোরণ, অগ্নিকা-ের মত দুর্ঘটনা ঘটে। তাই গ্যাস পাইপলাইনের উপর কোনো অবৈধ স্থাপনা থাকলে তা দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে পাইপলাইনের উপর কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর