সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অব্স্থার উন্নতি

আপডেট: October 14, 2020 |
চট্টোপাধ্যায় 1
print news

করোনায় আক্রান্ত ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অব্স্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলে দেয়া হয়েছে ভেন্টিলেশন।

ডাকে সাড়াও দিচ্ছেন তিনি। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন তার চিকিৎসকরা। অবশ্য জানিয়েছেন, এখনও শঙ্কামুক্ত নন সৌমিত্র।

গেলো এক সপ্তাহ ধরে কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন, সৌমিত্রের ফুসফুস এবং মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মূত্রথলিতেও ঘটেছে সংক্রমণ।
গেলো শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরইমধ্যে দু’দফায় দেয়া হয়েছে প্লাজমা থেরাপি।

বৈশাখী নিউজ/জেপা

Share Now

এই বিভাগের আরও খবর