টাঙ্গাইলে গন ধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড

আপডেট: October 15, 2020 |
গন ধর্ষণ
print news

এক মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি একেএম নাসিমুল আক্তার বলেন, ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে এক নারীকে অপহরণের পর মধুপুর নিয়ে গণধর্ষণ করে দন্ডিতরা। অপহরণের পর ধর্ষণ মামলায় ঐ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপি চন্দ্র শীল উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবি এডভোকেট গোলাম মোস্তফা বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন আসামিপক্ষ।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর