ট্রাম্প প্রশাসন যে কারণে গুগলের বিরুদ্ধে মামলা করল

আপডেট: October 21, 2020 |
Boishakhinews 242
print news

এবার টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার আস্থা ভঙ্গের অভিযোগে এ মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গুগল প্রযুক্তিখাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে। সে সঙ্গে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন ব্যবস্থায় নিজেদের একক আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।

গুগলের বিরুদ্ধে করা এ মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। এগুলো হল- আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

এ বিষয়ে গুগল আনুষ্ঠানিক বক্তব্যে এ মামলাকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলেছে। তারা বলছে, অনলাইনভিত্তিক বাজার এখনও প্রতিযোগিতামূলক। আর এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে সবার আগে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মানুষ গুগল নিজেদের পছন্দে ব্যবহার করে। বাধ্য হয়ে কিংবা অন্য কোনও বিকল্প নেই বলে নয়। সূত্র: সিএনএন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর